ইউক্রেন যুদ্ধের আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারেন পুতিন

আগামী ৯ মে রাশিয়ার বিজয় দিবসে ইউক্রেনের বিপক্ষে যুদ্ধের আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এমনটি জানিয়েছে মার্কিন গণমাধ্যম সিএনএন।

খবরে আরো বলা হয়, চলতি মাসের মাঝামাঝি সময় লুহানস্ক ও দোনেৎস্ক অঞ্চলকে নিজেদের সঙ্গে যুক্ত করতে পারে রাশিয়া। ইউরোপীয় নিরাপত্তা ও সহযোগিতা সংস্থার মার্কিন রাষ্ট্রদূত মাইকে কার্পেন্টার বলেছেন, যুক্তরাষ্ট্রের কাছে এ ব্যাপারে  অত্যন্ত বিশ্বাসযোগ্য গোয়েন্দা প্রতিবেদনে রয়েছে। পাশাপাশি ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর খেরসনকে গণপ্রজাতন্ত্র ঘোষণা ও সংযুক্তেরও পরিকল্পনাও মস্কো বাস্তবায়ন করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

অবশ্য এর আগে ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস বলেছিলেন, পুতিন তার বিশেষ এ অভিযান থেকে সরে আসতে পারেন। গত সপ্তাহে এলবিসি রেডিওকে দেয়া সাক্ষাৎকারে তিনি আরো বলেন, তিনি অবস্থান পরিবর্তন করছেন।

এতসব ধারণা বা পূর্ব পরিকল্পনার ব্যাপারে আলোচনা-খবর হলেও বিষয়টি নিয়ে কোনো বক্তব্য দিচ্ছে না ক্রেমলিন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //